goverment-logo

স্থানীয় সরকার বিভাগ

১২নং কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়

উপজেলাঃ মান্দা,জেলাঃ নওগাঁ ।

স্মারক নং:  কাঁশোপাড়া/ইউপি - 1661

প্রত্যয়ন পত্র

তারিখ: 08-06-2023


এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মৃত তাজন উদ্দীন দেওয়ান,  পিতা/স্বামীর নামঃ মৃত রজব আলী দেওয়ান, গ্রামঃ নিজকুলিহার , ওয়ার্ড নং – ০৩ , ডাকঘরঃ নাপিতপাড়া-৬৫১০ , উপজেলাঃ মান্দা , জেলাঃ নওগাঁ ,  অপরদিকে মৃত কছির সরদার, পিতাঃ মৃত আসমত সরদার, গ্রামঃ শ্রীরামপুর উত্তর , ওয়ার্ড নং০৭ , ইউনিয়নঃ ০৫ নং গনেশপুর, উপজেলাঃ মান্দা , জেলাঃ নওগাঁ। সম্পর্কে তাঁরা চাচাতো ভাই। বৈবাহিক কারনে মৃত কছির সরদার নিজ গ্রাম ছেড়ে শ্রীরামপুর উত্তরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং পদবী পরিবর্তন করেন। তারা এ ইউনিয়নের  বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক। আমার জানামতে তাঁদের স্বভাব চরিত্র ভালো এবং আচরণ সন্তোষজনক।


তিনি রাষ্ট্র বিরোধী কোন কাজের সাথে জরিত নয়। আমি তার সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করি। ।

Scroll to Top