স্থানীয় সরকার বিভাগ
১২নং কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলাঃ মান্দা,জেলাঃ নওগাঁ ।
প্রত্যয়ন পত্র
তারিখ: 25-04-2023
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মোছাঃ খাদিজা আক্তার, এনআইডি / জন্ম নিবন্ধন নং- ২০১৭৬৪১৪৭৪০১০৫৮৯২, পিতা/স্বামীর নামঃ আমিনুল ইসলাম, মাতাঃ মোছাঃ শাবানা খাতুন , গ্রামঃ নাপিতপাড়া , ওয়ার্ড নং – ০৭ , ডাকঘরঃ নাপিতপাড়া-৬৫১০ , উপজেলাঃ মান্দা , জেলাঃ নওগাঁ। তিনি অত্র ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক। সে শারিরীকভাবে প্রতিবন্ধী ও অসুস্থ । তাহার পিতা/পরিবার আর্থিক ভাবে অসচ্ছল। তাহার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন । তাহার চিকিৎসার জন্য আর্থিক সহোযোগীতা করার জন্য জোর সুপারিশ করিতেছি ।
আমি তার সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করি। ।