স্থানীয় সরকার বিভাগ
১২নং কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলাঃ মান্দা,জেলাঃ নওগাঁ ।
প্রত্যয়ন পত্র
তারিখ: 18-12-2023
এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে, মোঃ হাফিজুল হক, পিতাঃ তয়েজ উদ্দীন মোল্লা, মাতাঃ মোছাঃ হাজেরা বেগম, গ্রামঃ বাঁশ বাড়িয়া, ডাকঘরঃ নাপিতপাড়া-৬৫১০, উপজেলাঃ মান্দা, জেলাঃ নওগাঁ। সে অত্র ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের বাঁশ বাড়িয়া গ্রামের ০৩ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। সে একজন বীর মুক্তিযোদ্ধা যাহার গেজেট নং ৪০৮০, গেজেট পৃষ্টা ও তারিখ: ১৮১৫৫, ৩০/১১/২০২৩ । ইহা আমার জানা মতে সত্য।
আমি তাহার জীবনের সর্বাঙ্গীন উন্নতি ও মঙ্গল কামানা করি ।