goverment-logo

স্থানীয় সরকার বিভাগ

১২নং কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়

উপজেলাঃ মান্দা,জেলাঃ নওগাঁ ।

স্মারক নং:  কাঁশোপাড়া/ইউপি - 6002

প্রত্যয়ন পত্র

তারিখ: 23-01-2024


এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে, মোঃ খোরশেদ আলম মন্ডল, পিতাঃ মৃত মোঃ আসতুল মন্ডল, মাতাঃ মোছাঃ নুরজাহান বেগম, গ্রামঃ চক রামানন্দ, ডাকঘরঃ চকউলী-৬৫১০, উপজেলাঃ মান্দা, জেলাঃ নওগাঁ। সে অত্র ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের চক রামানন্দ গ্রামের ০৬ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। উক্ত ব্যক্তি এ্যাজমা এবং ঘাড়ের রগের সমস্যায় ৩-৪ মাস হতে ভুগিতেছেন। সে কোন প্রকার কাজ কর্ম করিতে পারে না।  সে অত্যন্ত গরীব ও অসহায়। ইহা আমার জানা মতে সত্য।

 


আমি তার সার্বিক মঙ্গল কামনা করছি ।

Scroll to Top