স্থানীয় সরকার বিভাগ
১২নং কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলাঃ মান্দা,জেলাঃ নওগাঁ ।
প্রত্যয়ন পত্র
তারিখ: 12-06-2024
বরাবর,
উপজেলা নির্বাহী অফিসার,
মান্দা, নওগাঁ।
বিষয়ঃ জি, আর/২০২৪ এর চাল উত্তোলনের নমুনা স্বাক্ষর প্রেরণ প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জি, আর/২০২৪ এর চাল উত্তোলনের জন্য ইলশাগাড়ী আলহাজ্ব রিয়াজ উদ্দীন ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা, মান্দা, নওগাঁ এর প্রধান শিক্ষক হাফেজ ওমর ফারুক এর নমুনা স্বাক্ষর আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরণ করা হলো।
ক্রমিক নং |
প্রতিষ্ঠান প্রধানের নাম |
নমুনা স্বাক্ষর |
০১ |
হাফেজ ওমর ফারুক
|
|
আমি অত্র প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করছি ।