স্থানীয় সরকার বিভাগ
১২নং কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলাঃ মান্দা,জেলাঃ নওগাঁ ।
প্রত্যয়ন পত্র
তারিখ: 31-07-2024
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, মোঃ হজরত আলী, পিতাঃ মোঃ বাহার আলী, মাতাঃ মোছাঃ মানিক জান, গ্রামঃ নাপিতপাড়া, ওয়ার্ড নং-০৭, ডাকঘরঃ নাপিতপাড়া-৬৫১০, উপজেলাঃ মান্দা, জেলাঃ নওগাঁ। আমি তাকে ব্যক্তিগত ভাবে চিনি ও জানি । সে একজন দরিদ্র কৃষক নিজ এলাকায়। তাহার ডান চক্ষু নষ্ট হয়ে অন্ধ অবস্থায় আছে। বিধায় তাহার দ্রুত চোখের অপারেশন প্রয়োজন। ইহা আমার জানা মতে সত্য
আমি তাহার সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করি ।